ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

পাবনায় কৃষকের ৫০০ কলাগাছ কাটলো যুবলীগের কর্মীরা 

পাবনা প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৫, ২৯ ডিসেম্বর ২০২৪

পাবনার ঈশ্বরদীতে কৃষকের অন্তত ৫০০ কলাগাছ কেটে ফেলেছে স্থানীয় যুবলীগের কর্মীরা। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) উপজেলার দাশুড়িয়ার আজমপুর এলাকায় প্রকাশ্যে এসব কলাগাছ কাটার নেতৃত্ব দেন ওই এলাকার যুবলীগ কর্মী মুক্তার হোসেন। 

এসময় তার সাথে ছিলেন আরও ১০-১৫ জন৷ 

এ ঘটনায় ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সোয়াইবুর রহমান ইমরান। অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় কলার আবাদ করছিলেন ইমরান। তবে পাশেই মুক্তার হোসেন নামের ওই এলাকার যুবলীগ কর্মী জমি ক্রয় করে৷ 

পরে কৌশলে ইমরানের জমি দখলে নেওয়ার চেষ্টা করে সে। জমি দখলে বাধা দেওয়ায় জোরপূর্বক প্রকাশ্যে দিবালোকে কলাগাছগুলো কেটে ফেলেন মুক্তার হোসেন ও তার অনুসারীরা। 

এতে ওই কৃষকের অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়৷ 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি